শ্রীমতী জয়ীতা
গাছে জল দেয়ার নিয়ম জানলে ফলন ভালো হয় কোনো মৌসুমেই চারাগাছে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। এই গরমে তিনবারের বেশি চারায় জল দেওয়া উচিত নয়, যদিও এই কথা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।জল দেওয়ার আগে মাটির অবস্থা দেখে নিন। যদি মাটি স্যাঁতসেঁতে হয়, তাহলে শুধু চারার ওপর পানি আলতো করে ছিটিয়ে দিন। রাতে গাছে জল দেওয়া উত্তম, তাহলে সকাল পর্যন্ত তার স্থায়িত্ব থাকে|সঠিক নিয়ম মেনে জল দিন|