নিবিড় সুন্দরবনের গা ছমছমে হাতছানি যাদের পছন্দ তারা রকমারি পাখির বসতবাড়ি থেকে ঘুরে আসতেই পারেন, এই চঞ্চলে রয়েছে এক সংরক্ষিত পাখিরা লয় যেখানে রয়েছে জলজ বৃহৎ আকৃতির পাখি, হেরন, মাছরাঙা, হাড়গিলা পানকৌড়ি, শামুকখোল, কটনটিল, ক্যাস্পিয়ান টের্ন, ইবিশ, ফ্লাইক্যাচার প্রভৃতি গ্রামবাংলার পাখি ও নির্ধারিত মরসুমে আসা পরিযায়ী পাখির মিলমিশ।

পরিচিত বক, সারস, কাদাখোঁচা, হট্টিটি, গাংচিল, শকুন, কাঠঠোকরা, জলপায়রা, চিল, হিংস্র বাজপাখি, পেঁচার পাশাপাশি দুর্লভ মদনটাক, বালিহাঁস, ফিঙে, টিয়া, দুধরাজ, হাট্টিমাটিম ও দেখতে পাবেন|

পাখি ছাড়াও আছে বাঁদর, গন্ধগোকুল, নদীচর কাছিম, ছোটো লেজওলা বাঁদর, ক্ষুদ্রকায় লাল বাঁদর, বাঘ, কুমির, সাগরকাছিম, গোসাপ বা ঘোড়েল, বনবিড়াল, উপকূলীয় হরেক সরীসৃপ|কিছুটা দরে গেলেই দেখতে পাবেন এক বহু প্রাচীন বনবিবির মন্দির|জঙ্গল নদী ও বন্যপ্রাণের এই সম্ভার দেখতে যেতেই পারেন এই স্থানে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here