সম্প্রতি মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রানী মুখার্জি এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ অনির্বান ভট্টাচার্য। মূলত নরওয়েতে বসবসা কারী একটি বাঙালি পরিবার কিভাবে আইনি জটিলতায় ফেঁসে তাদের সন্তানকে হারাতে বসে সেই নিয়েই আবর্তীত হয়েছে গল্পের কাহিনী। ট্রেলার সামনে আসতেই সবাই মুগ্ধ। প্রশংসা করেছেন জয়া বচ্চন আলিয়া ভাট এবং করণ জোহর। আপাতত অধীর আগ্রহে ছবির মুক্তির অপেক্ষায় বলিউড থেকে টলিউড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here