যত দিন যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির সাথে দুর্নীতির কালো টাকার একটা সম্পর্ক সামনে আসছে বলে মনে হচ্ছে অনেকেরই। আজ অভিনেতা বনি সেনগুপ্তকে ডেকে পাঠায় ইডি। জানা যায় হেপাজতে থাকা কুন্তলের সাথে তার আর্থিক লেন দেন হয়েছে।ইডি অফিসে আসেন বনি এবং সাফাই দেন। মিডিয়ার সামনে তিনি নিজেকে নির্দোষ বলে দাবী করেছেন। এই প্রসঙ্গে দেবাংশু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন!” বনি প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, “কালো টাকা সাদা করার একটা ভাল পথ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা সেটাই করেছে।”শুভেন্দু অধিকারী বলেছেন তার সাথে দোলের এই মুহূর্ততে কোনো যোগাযোগ নেই।