দিল্লীতে ইডির হেপাজতে আছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। গরুপাচার কাণ্ডে তাকে জেরা করছে এই কেন্দ্রীয় সংস্থা। সূত্র মারফত পাওয়া খবর অনুসারে এবং একটি বেসরকারি সংস্থাথেকে পাওয়া সূত্রর উপর ভিত্তি করে বলা যায় খুব সম্ভবত এবার অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে তলব করতে চাইছে ইডি।আর্থিক লেন দেনের ব্যাপারে বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। সেই সব প্রশ্নর উত্তর পেতেই এই সিদ্ধান্ত নেয়া হতে পারে। আপাতত আজ আবার এগারো দিনের জন্য অনুব্রতকে নিজেদের হেপাজতে রাখার আইনি বৈধতা পেয়েছে ইডি।