শ্রীমতী জয়ীতা
ছাদে বাগান করলে অপরাজিতা গাছ করতে পারেন। কয়েকটি সহজ টিপস মেনে সাফল্য আসবে।অপরাজিতা গাছের জন্য উর্বর মাটিি প্রস্তুত করতে হবে তা না হলে গাছের বৃদ্ধি থেমে থাকবে।
এছাড়াও যেটি প্রয়োজন তা হল ভাল জল নিষ্কাশন ব্যাবস্থা। মাটি প্রস্তুতের ক্ষেত্রে উর্বর দোআঁশ মাটির সাথে নিতে হবে কোকো পিট ,এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং নিতে হবে পরিমান মতো হাড়গুড়ো, সিংকুচি এবং নিম খোল। এগুলি দ্বারা মাটি প্রস্তুত করে গাছটি টবে প্রতিস্থাপন করতে হবে।
প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে। অপরাজিতা যে কোন মাটিতেই সুন্দর ভাবে বেড়ে ওঠে তবে যে স্থানে জল দাঁড়ায় না তেমন স্থান নির্বাচন করতে হবে।
টবে নির্বাচনের ক্ষেত্রে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টব সংগ্রহ করাটাই বুদ্ধিমানের কাজ।