অস্কারে মৌলিক গান বিভাগে RR ছবির গান ‘নাটু নাটু’ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলো।সেই বিশেষ ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন রাজামৌলি। তার উচ্ছাস ছিলো চোখে পরার মতো। পাশাপাশি সেরা তথ্যচিত্র বিভাগে “এলিফেন্ট হুইস্পার ” ও জিতে নিয়েছে অস্কার। সব মিলিয়ে আজ ভারতীয় চলচিত্র জগতের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন।