আজ দুপুরে সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা এবং ব্রাত্য বসু।। মিডিয়া কে দলের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়, কোনও প্রকার দোষ এবং দোষীদের বরদাস্ত করে না দল। মন্ত্রী শশী পাঁজা বলেন, কোনও টাকা তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়নি। এবং সেই কারণে দল কোনও দায় নেবে না।দুর্নীতি মামলায় উঠে এসেছে দুই যুব নেতার নাম তাই এই পরিস্থিতিতে তাঁদের দু’ জনকে একসাথে বহিষ্কার করল দল।অর্থাৎ পার্থ চ্যাটার্জির ন্যায় দুই অভিযুক্তর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো পার্টি।