জোড়া কামান উদ্ধার হলো কলকাতায়। ঐতিহাসিকদের মতে প্রায় ২৬৪ বছর আগে ১৭৫৬ সালে সিরাজউদদৌলা যখন কলকাতায় বিট্রিশদের তৈরি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন, এই কামানগুলি সেই সময়ের।কলকাতায় এত বড় কামান আগে কখনও দেখা যায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা।এতদিন ধরে দমদমের যশোর রোডে মাটিতে পোঁতা ছিল কামান দু’টি। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে। শিগ্রই সেগুলি জাদুঘরে রাখার ব্যবস্থা হবে।