শ্রীমতী জয়ীতা
যারা ইনডোর গার্ডেনিং বা টেরেস গার্ডেনিং করেন তাদের জন্য টব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।আপনি যে রকম ভাবে পছন্দের গাছ গুলি বড় করতে চান, তার উপর ভিত্তি করে টব নির্বাচন করুন। যেমন গুল্ম, শাকসবজী বা ফুলের জন্য আলাদা ধরণ বা আকারের টব হয়। মনে রাখবেন, গাছের মূল থেকে শুরু করে কাণ্ডের বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন।বনসাই করতে চাইলে টব আলাদা হবে। আবার সব্জি বা ফল চাষের ক্ষেত্রে বড়ো আকারের টব নিন। টব নিচে রাখা ভালো। নাহলে স্ট্যান্ডে বা বেঁধে রাখবেন।এছাড়া সঠিক ভাবে জল যাতে বেরোয় , সেটি নিশ্চিত করার জন্য টবের নীচে গর্ত রয়েছে কিনা দেখে নিন।