যারা উত্তরাখণ্ডের সুন্দর প্রাকৃতিক স্থান গুলি ঘুরে দেখতে চান তারা মুসৌরি মিস করবেন না।নৈনিতাল জেলায় অবস্থিত মুসৌরি একটি সুন্দর ও অতুলনীয় পর্যটন স্থান।মুসৌরির পরিবেশ খুব শান্ত ও বিশুদ্ধ হওয়ার কারণে গ্রীষ্মের মৌসুমে এখানে অনেকে ভ্রমণ করতে আসে। এখানে আকর্ষণীয় জিনিস হল মুসৌরি শহরটি রাতের বেলায় বেশ সুন্দর ও মায়াবী লাগে। মুসৌরিতে অনেক পর্যটক স্থান রয়েছে যেমন গান হিল, ঝাড়ি পানি জলপ্রপাত, জ্বালা মন্দির, মুসৌরি লেক আরোও ইত্যাদি। স্থানটি পাহাড় দ্বারা বেষ্টিত হওয়ার জন্য পাহাড়ের রানী নামেও পরিচিত।শহরের চারপাশে পাহাড়ের চারপাশে দেবদার এবং দেবদারুদের ঘন বন, নদী এবং জলপ্রপাতগুলি অবাধে প্রবাহিত হয়।বর্তমানে কৃত্রিমভাবে নির্মিত মুসৌরি হ্রদটি বোটিং এর জন্য বিখ্যাত।তবে আর কি। হাতে সময় আর বেড়ানোর ইচ্ছে থাকলে। ব্যাগ গুছিয়ে নিন। অসংখ্য হোটেল আর গেস্ট হাউস আছে মুসৌরিতে। থাকা খাওয়ার অসুবিধা নেই। শুধু আগে থেকে বুকিং করিয়ে নিতে পারলেই নিশ্চিন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here