বেশ কিছুদিন ধরেই স্বাধীন খালিস্থান দাবী করে অশান্তি পাকাচ্ছিলো দুবাই ফেরত অমৃত পাল সিং। তার আন্দোলন মনে করাচ্ছিলো ইন্দিরা গান্ধীর সময়ের বিচ্ছিন্নতা বাদী আন্দোলনকে কিন্তু শুরুতেই কড়া মনোভাব দেখালো কেন্দ্র।অমৃতপালের চার সাগরেদকে গ্রেফতার করে অসমের ডিব্রুগড়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন এনআইএ-র গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ-তে মামলাও দায়ের করা হয়েছে। শুধু তাই নয় সূত্রের খবর, তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত করতে চলেছে এনআইএ।