বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ আলোচিত নাম সুজাতা মন্ডল। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অতীত ভুলে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। কোনের সাজে একটি ছবিও ভাইরাল হয় সম্প্রতি।সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষের পথে তাদের ডিভোর্স মামলাও একেবারে অন্তিম পর্বে রয়েছে।যদিও সুজাতা জানাননি কাকে বিয়ে করবেন তিনি এবং কবে বিয়ে করবেন। তবে তাঁর জীবনে এসেছে নতুন মনের মানুষ নিয়ে বেশ খোলামেলা তিনি। বিয়ের যাবতীয় পরিকল্পনা নিয়েও অকপট সুজাতা।