নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে যখন অস্বস্তিতে রাজ্য সরকার ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক মদন মিত্র। তার ভাষায় “আমাদের বহু ছেলে সিপিএমের ৩৪ বছরে চাকরি পাননি। কয়েক কোটি বেকার রেখেছে সিপিএম চলে গেছিল। বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম মেনে তাদের চাকরি দেওয়া হয় সেটা অন্যায় নয়। আমি সুযোগ পেলে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবারও চাকরি দেব। ৩৪ বছর ধরে সিপিএম দিয়ে আসছে।” তিনি কেন্দ্র সরকারের নিয়োগ নিয়েও অসচ্ছতার অভিযোগ তোলেন।