আজ সুরাট আদালতে দু বছরের জন্য সাজা পেলেন রাহুল গান্ধী। মোদী পদবি নিয়ে কটাক্ষ করায় তার বিরুদ্ধে এক বিজেপি নেতা মানহানির মামলা করে ছিলেন। আজ সেই মামলার রায় আসে।তবে কংগ্রেস সূত্রের খবর, রাহুল এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারেন।আবার দুবছরের বেশি সাজা প্রাপ্ত কোনো সংসদ পরের নির্বাচন লড়তে পারেননা তাই উচ্চতর কোনও আদালতে এই রায় বাতিল না হলে ২০২৪ সালের লোকসভার লড়াই থেকেও রাহুল ছিটকে যেতে পারেন।